মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টারশেল পড়ার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘ওদের (‌মিয়ানমার) রাষ্ট্রদূতকে আজ (‌সোমবার) আমরা ডেকেছি। তাকে একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সেটার ব্যাপারেও আমরা নিন্দা প্রকাশ করেছি।’

আরও পড়ুন: সন্তানের জন্য দৈনন্দিন রুটিন, ঘুম সব বদল গেছে। তবে সময়টা ভালো যাচ্ছে: নওশীন

এর আগে, বান্দরবানের তুমব্রু উত্তরপাড়ায় মসজিদের পাশে মর্টারশেলটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়রা বলছেন, মিয়ানমার সেনাবাহিনী ঘুমধুম তুমব্রু উত্তরপাড়ায় এ মর্টারশেলটি নিক্ষেপ করেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘দুই সপ্তাহ ধরে মিয়ানমার এলাকায় গোলাগুলি হচ্ছে। বিভিন্ন সূত্রে জেনেছি, রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টারশেল পড়েছে। এতে স্থানীয়রা আতঙ্কে আছেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.