প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন এক সময়ের বাংলাদেশ দলের অন্যতম ভরসা অলক কাপালি। সোমবার (২৯ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।
বড় পরিসরের ক্রিকেটকে বিদায় জানালেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান।
গত মৌসুমে ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়া এ ব্যাটিং অলরাউন্ডার জানান, তরুণদের সুযোগ করে দেয়া ও পারিবারিক কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকে অলক কাপালি লিখেন, ‘আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরো বেশী প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া উচিত।
তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশী সময় দেয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট অংশগ্রহণ করবো।’
আরও পড়ুন: ৫০ বছর পর চাঁদে যাচ্ছে নাসা’র রকেট
১৭২ ম্যাচে ২৮৫ ইনিংস ব্যাট করে অলকের সংগ্রহ ৯,১৩৮ রান। সেঞ্চুরি রয়েছে ২০টি, ফিফটি সংখ্যা ৩৭। ২২৮ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। উইকেট ২২৭টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭ বার।
৩৮ বছর বয়সী অলকের প্রথম শ্রেণিতে অভিষেক ২০০১ সালে। পরের বছরই জাতীয় দলে জায়গা করে নেন। খেলেছেন ১৭টি টেস্ট। দুই ফিফটিতে করেছেন ৫৮৪ রান। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ৬টি। ২০০৬ সালের পর আর টেস্ট খেলার সুযোগ হয়নি অলকের। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন ২০১১ সালে।