চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকের সন্ধান এখনো মেলেনি।রোববার (২৮ আগস্ট) বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদন থেকে নার্স সেজে একদিন বয়সী এক নবজাতককে চুরি করে নিয়ে যায় এক মহিলা। সোমবার (২৯ আগস্ট) বিকাল পর্যন্ত চেষ্টা করেও চুরি হওয়া নবজাতক কিংবা চোরের কোনো সন্ধান পায়নি পুলিশ।
জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা শহিদ তার সন্তান সম্ভবা স্ত্রী তাসমিন আক্তারকে ইপিজেড এলাকার মমতা মাতৃসদনে ভর্তি করান। সেখানে শুক্রবার (২৬ আগস্ট) রাতে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন তাসমিন।
নবজাতকের মামা রায়হান বলেন, শিশুটির সবকিছু স্বাভাবিক ছিল। রোববার বিকেল ৩টার দিকে নার্স পরিচয়ে অজ্ঞাত এক নারী ক্লিনিকে আসেন। এরপর টিকা দেওয়ার কথা বলে নবজাতককে নিয়ে হাসপাতালের নিচতলায় নিয়ে যান।
আরও পড়ুন: সিংহের খাঁচায় লাফ, অতঃপর…
পরে নিচতলায় গিয়ে নার্স ও শিশুটিকে পাওয়া যায়নি। অনেক খোঁজার পর সন্ধ্যার দিকে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে ওই নারী নবজাতককে চুরি করে নিয়ে গেছে।
পুলিশ জানায়, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে। আমরা ফুটেজ সংগ্রহ করেছি। ওই নারীকে আটক ও নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।