নবজাতককে নিয়ে দারুণ সময় কাটছে তারকা দম্পতি নওশীন ও হিল্লোলের। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সেই কথাই জানালেন অভিনেত্রী নওশীন নাহরিন। গত ১৩ জুলাই কোল আলো করে আসা কন্যার একাধিক ছবি ফেসবুকে দিয়ে তার জন্য দোয়াও চাইলেন এ অভিনেত্রী। জন্মের প্রায় দেড় মাস পর মা–বাবার সঙ্গে মাহভীশা আদনান সৈয়দার ছবি দেখতে পেলো ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
গত মাসে যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়। জন্মের পরদিনই ফেসবুকে মেয়েল ছবি পোস্ট করেন নওশীন, যেখানে বাবা হিল্লোল তোয়ালে জড়ানো নবজাতক মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তবে সে ছবিতে মাহভীশার চেহারা দেখা যায়নি। এবার মেয়েল ছবিও সামনে আনলেন এই অভিনেত্রী।
ফেসবুকে ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটা মাহভীশার প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে আসা।’ পারিবারিক কিছু কারণেই এত দিন সন্তানকে সামনে আনেননি তাঁরা। মেয়ের সঙ্গে সময়টা কেমন কাটছে, জানতে চাইলে এই অভিনেত্রী ফেসবুক লাইভে বলেন, ‘মাতৃত্বকালীন সময়টাও উপভোগ করেছেন। যদিও সন্তানের জন্য দৈনন্দিন রুটিন, ঘুম সব বদল গেছে। সময়টা অবশ্যই ভালো যাচ্ছে।’
আরও পড়ুন: ৮০০ মিলিয়ন বার দেখা হয়েছে বিটিএসের বাটার
গত মাসে মা হওয়ার খুশির খবর ফেসবুকে জানিয়ে নওশীন লিখেছিলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এবং আদনান ফারুক সন্তানের জনক-জননী হয়েছি। আমাদের জুনিয়রের নাম রেখেছি মাহভীশা আদনান সৈয়দা। আমাদের কন্যাসন্তানটি ১৩ জুলাই নিউইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে জন্মগ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন।’
বিনোদন অঙ্গনে নওশীনের পথচলা শুরু হয় রেডিওতে আরজে হিসেবে। পরে মডেলিং ও উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে নাটকে অভিনয় করে পরিচিতি পাওয়া হিল্লোল এখন ফুড ব্লগার হিসেবে বেশি পরিচিত। তাঁরা ৯ বছর আগে ভালোবেসে বিয়ে করেন।
বিয়ের দীর্ঘদিন পর গত মাসের শেষের দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন সুখবর, তাঁরা মা-বাবা হতে চলেছেন। সেই সময়ই জীবনের সেরা এই সময় উদ্যাপন করতে দুজন তাঁদের নিউইয়র্কের বাসায় বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করে একাধিক ছবি পোস্ট করেন।