ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো পাকিস্তান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে অন্তত ১১৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭১ জন। এতে করে দেশটিতে বন্যায় মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে। মোট আহত এক হাজার ৫২৭ জন। দেশটির জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
বন্যা পরবর্তী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশ মৌসুমি এই দুর্যোগ মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আরও বেশি তহবিল প্রয়োজন।
সালমান সুফি জানিয়েছেন, গত জুন থেকে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। ‘বন্যাকবলিত মানুষকে সহায়তার জন্য পাকিস্তান সরকার তার সর্বোচ্চ দিয়ে সবকিছু করছে’ বলেন তিনি।
আরও পড়ুন: চবির ‘বি’ ইউনিট: পাস ১১৫৩৫, ফেল ১৫০৬৯
দেশটির উত্তর-পশ্চিমে খাইবার পশতুখাওয়া অঞ্চলে নদীগুলোর তীর উপচে শক্তিশালী বন্যার সৃষ্টি হয়েছে। এতে ওই অঞ্চলের হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশও মারাত্মক বন্যার কবলে পড়েছে। হাজার হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে।
দক্ষিণ এশিয়ার এই দেশটিতে চলমান অবিরাম বৃষ্টিপাতকে ‘জলবায়ু-প্রবর্তিত মহাকাব্যিক মানবিক সংকট’ বলে অভিহিত করে পাকিস্তান সরকার বৃহস্পতিবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।