ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হিজলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফমুখী ট্রাকের সঙ্গে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: নজরুল: চির প্রেমের কবি, দ্রোহের কবি
পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত এক যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এর আগে চলতি বছরের ২২ মার্চও উখিয়ায় ট্রাকচাপায় ৪ সিএনজি অটোরিকশার যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছিল।