নীল সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্যের দেশ মালদ্বীপ। দেশটির সাগরতলের অদেখা অন্ধকারে বর্ণিল মাছের নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন গবেষকরা। ঈষৎ গোলাপি আভার রঙিন মাছটি যেন রূপকথার গল্প থেকে উঠে এসেছে।
গোলাপি প্রলেপের চমৎকার মাছটির নামকরণ করা হয়েছে সিরিহিলাব্রাস ফিনিফেনমা। কারণ মালদ্বীপের জাতীয় ফুল গোলাপকে আঞ্চলিক ভাষায় ফিনিফেনমা বলা হয়। সাগরের ১৩১-২২৯ ফিট গভীরে প্রবাল প্রাচীরের আলো-আঁধারিতে এই মাছের দেখা পেয়েছেন গবেষক লুইজ রোচা এবং তার দল।
মালদ্বীপের সাগরতলে এর আগেও নানা বর্ণিল প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। সিরিহিলাব্রাস ফিনিফেনমা নামের জীবন্ত এই রংধনু মাছের খোঁজ প্রথম পাওয়া গিয়েছিল নব্বইয়ের দশকে। তবে তখন এটিকে সিরিহিলাব্রাস রুবিসকামিস প্রজাতির বা রেড ভেলভেট ফেইরি রাস প্রজাতির বলে মনে করা হয়েছিল। ধারণা করা হয়েছিল এটি আসলে অপ্রাপ্ত বয়স্ক একটি রাস প্রজাতির মাছ।
আরও পড়ুন: কেন এই লুকে সাকিব?
গবেষকরা জানান, প্রায় একই রকম দেখতে অপ্রাপ্ত বয়স্ক এসব রঙিন মাছের প্রজাতি চিহ্নিত করা কঠিন। কিন্তু সাগরের গভীরে রিমোট চালিত পর্যবেক্ষণযানের ক্যামেরায় ধরা পড়া ছবি বিশ্লেষণ করে তারা বুঝতে পারেন এটি আসলে রুবিসকামিস রাস নয়, ভিন্ন প্রজাতির একটি মাছ। নতুন নাম পেলেও ফিনিফেনমারা অ্যাকুরিয়ামের মাছ হিসেবে শৌখিনদের কাছে আগে থেকেই পরিচিত।
গবেষক রোচা বলেন, ‘ বৈজ্ঞানিকভাবে মাছটির আনুষ্ঠানিক নামকরণের আগেই এটির বাণিজ্যিক চাহিদা কিছুটা অবাক করছে। যদিও সাগরে যথেষ্ট পরিমাণে এই মাছ দেখা গেছে তাই আপাতত এটি উচ্চ ঝুঁকিতে নেই বলা যায়’। তিনি জানান, মালদ্বীপের প্রবাল প্রাচীরজুড়ে এবং সাগরের নিচের অন্ধকার অঞ্চলে এখনো অসংখ্য প্রজাতির অদেখা-অচেনা মাছের বিচরণ রয়েছে।