নতুন সময়ে শুরু অফিস, মিশ্র প্রতিক্রিয়া

সময়সূচি স্থায়ী নয়—বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ করা গেছে। সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।

প্রথমদিনে সকাল সকাল অফিস করতে আসা লোকজনের কাছ থেকে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটাকে কার্যকর এবং সময়োপযোগী উদ্যোগ বললেও বিড়ম্বনার কথা জানিয়েছেন অনেকে। বিশেষ করে যারা এতদিন ছেলে মেয়কে স্কুলে নামিয়ে অফিসে যেতেন তাদের পড়তে হয়েছে বিপদে। সন্তানকে স্কুলে পাঠাবেন নাকি নিজেরা অফিসে যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্ধে পড়ে যান।

যদিও অফিসের নতুন সময়সূচি স্থায়ী নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে দিনের আলোর পর্যাপ্ত ব্যবহার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেড়শ আসনে ইভিএমে ভোট

বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ গ্রুপ বিমা চুক্তি অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, অফিসের নতুন সময়সূচি পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চলবে। এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। সকাল ৭টায় স্কুল হয়, ৮টায় স্কুল চলে, আমরা এগুলো চিন্তা করেছি, এখন দেখি।
এদিকে বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান এখনো সকাল ৯টা থেকেই শুরু। বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, ‌‘বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.