শিল্প বিপ্লবের বিপুল বিস্তারে গড়ে ওঠা নগর জীবন এর যান্ত্রিকতার বহরে পল্লী তার সকল শ্রী হারাতে বসেছে রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন কেবল এক শ্রেণির মানুষ অর্থনৈতিক সম্পদে সমৃদ্ধ হলে বা শহরকেন্দ্রিক উন্নয়ন হলে দেশের উন্নতি হয় না প্রয়োজন দেশের সামগ্রিক উন্নতির। পল্লীবাসীরা অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত থাকলে দেশের যথাযথ উন্নতি হয়েছে বলে তিনি মানতেন না।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের রচিত কবিতা- অনুবাদ কবিতা-প্রবন্ধ- গবেষণা- জীবন আলেখ্য নিয়ে আয়োজন করা হয়েছে ‘অনুপম সময়’। অনুষ্ঠানের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
অনুষ্ঠানের শুরুতে ড. অনুপম সেন আবৃত্তি করেন রবীন্দ্রনাথের এবার ফিরাও মোরে। কবিতার মধ্যে দিয়ে সমগ্র বাংলার মানুষের অর্থনৈতিক ভারসাম্যের ইঙ্গিত করে গেছেন এই সমাজবিজ্ঞানী।
কবিতা এবং আবহবাদ্যে মুখরিত ছিল পুরোটা সময়।বোধনের এমন আয়োজনে দর্শকরা জানালেন ভালো লাগার অনুভূতি। অনুষ্ঠানে অনুপম সেনের রচনা থেকে প্রেম, বিরহ,বিদ্রোহ, সমাজ সংস্কার নিয়ে আবৃত্তি করেন শিল্পীরা।
বাংলাদেশের গুনী এই ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন আয়োজক কমিটি। নিজেকে এখনো একজন শিক্ষার্থী মনে করেন এ অর্থনীতিবিদ। আর নতুন প্রজন্মেকে জ্ঞান আহরণের আহবান জানিয়েছেন গুনী এই সাধক। অনুষ্ঠান শেষে বোধনের পক্ষ থেকে ড. অনুপম সেনকে স্মারক ও উপহার প্রদান করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ।