নুপুর শর্মার পর মহানবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে কটূক্তি করলেন ভারতের তেলেঙ্গানার বিজেপি বিধায়ক (বিধানসভা সদস্য) রাজা সিং। এ ঘটনায় গত কয়েকদিন ধরে বিক্ষোভের মুখে মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয় রাজা সিংককে। খবর এনডিটিভির।
সোমবার বিতর্কিত এই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দক্ষিণ জোন ডিসিপি অফিসসহ হায়দ্রাবাদের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপরই তার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করে পুলিশ।
হায়দরাবাদের দক্ষিণ অঞ্চলের পুলিশ কমিশনার পি সাই চৈতন্য বলেছেন, ধর্মীয় বিশ্বাসের অবমাননা সংক্রান্ত আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন রাজা সিং। এরপরই সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিস এবং হায়দ্রাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীরা বলেন, রাজা সিং মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছেন এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। পরে বিক্ষোভকারীদের হেফাজতে নিয়ে বিভিন্ন থানায় পাঠানো হয়।
রাজার বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও রবিবার রাতে ছড়িয়ে পড়ার পর হায়দরাবাদ এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়। সোমবার হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দের দফতরের সামনে রাজার গ্রেফতারির দাবিতে বিক্ষোভ-অবস্থানও হয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে ঘৃণাভাষণ ও হিংসায় উস্কানির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ), ২৯৫ এবং ৫০৫-এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা করছে পুলিশ।