বয়স মাত্র ৮ মাস, এখনই হলিউডে কোটি টাকার অফার!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

বয়স মাত্র ৮ মাস, এরই মধ্যে পেয়েছেন কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের টিভিসি আর দুটি হলিউড মুভিতে অভিনয় করার অফার! তার মা-বাবা মনে করছেন এসব অফার নিলে মেয়ের সম্মানী কয়েক কোটি ছাড়িয়ে যাবে।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে ৮ মাস বয়সী মালতির। কারণ তার মা-বাবা দুনিই সেলিব্রেটি। ম-বাবার নাম শুনলেই বোঝা যাবে কেন মালতির এত ডিমান্ড!
মালতির মা সাবেক মিস ওয়ার্ল্ড, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আর বাবা মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস।

বাবা-মা দুজনই মহাব্যস্ত। এখন তার পাশাপাশি ব্যস্ততা মেয়েকে নিয়ে। প্রিয়াঙ্কা বলেন, অবস্থা যা চলছে। তাতে আমার বা জোনাসের জন্য না। মালতির জন্য একটা ম্যানেজার রাখতে হবে। খানিক রসিকতা করেই প্রিয়াঙ্কা বলেন, ‘এত অল্প বয়সে এত কোটি টাকার অফার আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তবে বাবা মায়ের স্টারডম থেকে একেবারেই বাইরে রাখতে চাইছেন প্রিয়াঙ্কা তার কন্যাকে। কোনোভাবেই পাবলিকলি আনতে চান না এখনই তাকে!

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া তার ইন্সটাগ্রামে তার কন্যা মালতিসহ ছবি পোস্ট দিলে সেখানেও তার ফ্রন্ট লুক নেই! তবে মা প্রিয়াঙ্কা বলেন, ‘মা মেয়ের এই একান্ত সময়টার মূল্য অনেক। এর চেয়ে জীবনে শান্তির কিছু হতে পারে না!

আরও পড়ুন: মোবাইলে আসক্ত শিশু? দূরে রাখার উপায়

চলতি বছর জানুয়ারি মাসেই জন্ম নিয়েছে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের ফুটফুটে মেয়ে মালতি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর আলো দেখেছে সেই শিশু। তার পর নিওনেটাল কেয়ারে ১০০ দিন কাটিয়ে ঘরে ফিরেছে গত এপ্রিল মাসে।

মেয়েকে ঘিরে এখনও যেন উৎসবের আমেজ নিক-প্রিয়ঙ্কার ক্যালিফোর্নিয়ার বাড়িতে। বিয়ের পর এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, খুব শিগগিরই তাঁরা সন্তান চান। কেমন মা হতে চান তিনি, জানিয়েছিলেন সে কথাও। ‘বরফি’র নায়িকা তখনই বলেন, ‘কখনওই ব্যক্তিগত ইচ্ছা, আশঙ্কা কিংবা আকাঙ্ক্ষা আমাদের সন্তানের উপরে চাপিয়ে দেব না। তাকে তার নিজের মতো করে বড় হয়ে উঠতে সাহায্য করব কেবল। অনেক বাবা-মা যে ভুলটা করেন, আমি বা নিক সেটা করতে চাই না।’

প্রিয়ঙ্কাকে শেষ বার পর্দায় দেখা গিয়েছে কল্পবিজ্ঞানের ছবি ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এ। সম্প্রতি থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং শেষ করেছেন তিনি। পরবর্তীতেও একগুচ্ছ কাজ রয়েছে প্রিয়ঙ্কার হাতে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.