অ্যাপয়েনমেন্ট ছাড়া চিকিৎসক দেখাতে গিয়ে বিপত্তি বাধিয়েছেন ভারতের মিজোরাম রাজ্যের মূখ্যমন্ত্রীর মেয়ে। চিকিৎসককে পিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চরম সমালোচনার মুখে পড়তে হয় মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ও তার পরিবারকে। পরে অবশ্য মেয়ের হাতে ডাক্তারের লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মন্ত্রী।
জানা যায়, মিজোরাম রাজ্যের রাজধানী আইজলের একটি ক্লিনিকের একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাকে দেখতে অস্বীকার করার পরে মুখ্যমন্ত্রীর মেয়ে মিলারি ছাংতে বিরক্ত হন। ওই চিকিৎসক পরামর্শের জন্য ক্লিনিকে আসার আগে তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছিলেন।
ভাইরাল হওয়া ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর মেয়ে ডাক্তারের দিকে হেঁটে যাচ্ছেন এবং তার মুখে আঘাত করছেন। বুধবারের ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর মিজোরাম ইউনিটও এই ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ শুরু করে এবং গতকাল ডাক্তাররা কালো ব্যাজ পরে কর্মস্থলে আসেন।
মুখ্যমন্ত্রী অবশেষে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি তার পোস্টে আপলোড করা হাতে লেখা নোটে বলেন যে, একজন ডাক্তারের সঙ্গে তার মেয়ের ‘দুর্ব্যবহারের’ জন্য তিনি ক্ষমাপ্রার্থী এবং তিনি কোনোভাবেই তার মেয়ের এমন আচরণকে মেনে নেবেন না।