ন্যাশনাল কম্পিটিশন ‘আইডিয়া গ্রোভ ১.০’ আয়োজন করছে ইডিইউ বিজনেস ক্লাব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

তরুণদের হাত ধরেই প্রতিটি দেশের এগিয়ে যাওয়া। তারা যত বেশি উদ্ভাবনী ও টেকসই চিন্তার মাধ্যমে নতুন নতুন উদ্যোগ নিবে তত বেশি দেশ উদীয়মান হবে। তাই তরুণদের চিন্তাভাবনার এই দক্ষতাকে বৃদ্ধি করার উদ্দেশ্যকে সামনে রেখে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) বিজনেস ক্লাব আয়োজন করতে চলেছে আইডিয়া গ্রোভ ১.০।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ১৯টি ক্লাবের মধ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) বিজনেস ক্লাব এটির নানান উদ্যোগ এবং কার্যক্রমের জন্য সমাদৃত। ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য বিজনেস ক্লাব সবসময় সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি এর আয়োজন করে থাকে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বনামধন্য অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন৷

কিন্তু এবারের আয়োজন করা হয়েছে ভিন্ন আঙ্গিকে যেখানে তারা তাদের নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সম্পূর্ণ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে শিক্ষার্থীরা তাদের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেেদের চিন্তাশক্তিকে যাচাই করার সুবর্ণ সুযোগ পাবে।

তারই ধারাবাহিকতায় ক্লাবটি আয়োজন করতে চলেছে সারা দেশের জন্য একটি ন্যাশনাল কম্পিটিশন এ.ইউ.আর. এগ্রো এর প্রযোজনায় এবং এক্সিম ব্যাংক এর পরিচালনায় ‘আইডিয়া গ্রোভ ১.০’।

আইডিয়া গ্রোভ হলো একটি মার্কেটিং ভিত্তিক আন্তঃবিশ্ববিদ্যালয় আইডিয়া প্রতিযোগিতা যেখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকার্থী শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের উদ্ভাবনী চিন্তার মাধ্যমে প্রতিযোগিতামূলক কেইস সলভ করবে। প্রতিযোগিতাটি মোট তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হবে যেখানে প্রথম দুইটি রাউন্ড অনলাইন প্ল্যাটফর্মে এবং ফাইনাল রাউন্ড ২০ আগস্ট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পারম্যানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে৷

আইডিয়া গ্রোভের মোট প্রাইজ পুল হলো ৫৫,০০০ টাকা, যেখানে বিজয়ী দল পাবে ৩০,০০০ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ দল পাবে যথাক্রমে ১৫,০০০ এবং ১০,০০০ টাকা । উদ্ভাবনী চিন্তায় বিচক্ষণ দলগুলোকে বাছাই করার জন্য প্রতিটি বিচারককে তাদের সততা, অভিজ্ঞতা এবং গভীর জ্ঞানের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।

প্রতিযোগিতাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর্মি ইনস্টিটিউট অফ ব্যাচেলর অ্যাডমিনিস্ট্রেশন সহ আরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের ১০৮টি দল অংশগ্রহণ করেছে এবং প্রতিটি দলে ৩-৪ জন করে সদস্য রয়েছে। বিভিন্ন জেলার এই ১০৮টি দল থেকে দুই পর্বে বাছাইয়ের পর ফাইনালিস্টরা সবাই ইভেন্টের দিন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে একত্রিত হবে তাদের বুদ্ধিমত্তার প্রমাণ দেওয়ার জন্য।

এছাড়াও, গ্র্যান্ড ফাইনালের দিন দেশের নামকরা অনেক ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য এবং সেই সাথে বিজয়ীদের বিচক্ষণতার সাক্ষ্য বহন করার জন্য।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.