জাতীয় সংগীতের রচয়িতা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় সারেগামাপা তারকা মাইনুল হোসেন নোবেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন চট্টগ্রামের এক আইনজীবী। রোববার (১৪ আগস্ট) অ্যাডভোকেট মিঠুন বিশ্বাস এ নোটিশ পাঠান।
ফেসবুকে একের পর এক মানহানিমূলক পোস্টের জন্য আলোচিত সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল হোসেন নোবেল ওরফে নোবেলম্যান। বিভিন্ন সময় দেশের স্বনামধন্য টিভি, মিডিয়া ব্যক্তিবর্গকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেছেন তিনি।
নোবেলম্যান নামে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা যায়, রবীন্দ্রনাথকে নিয়ে দুটি আপত্তিকর পোস্ট। তার একটিতে তিনি লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দী হতেন, কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন, তখন বিরিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকিব বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।’
আরেক পোস্টে তিনি লিখেন, ‘আসুন! রবীন্দ্রনাথের সোনার বাংলা পরিত্যাগ করে ‘আমার’ সোনার বাংলা-কে ভালোবাসি। ভারতের চাটুকারিতা করতে করতে এখন নিজেকে গো-মূত্র সেবনকারী মনে হয়! ইয়াক থু!!’
নোবেলের করা এ আপত্তিকর পোস্ট ৭দিনের মধ্যে সরিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশে উল্লেখ করা হয়। আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে নোবেল তার ফেসবুক পেজ থেকে আপত্তিকর এসব পোস্ট না সরালে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।