হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম জোনে আবারও এক প্রবাসীর সাথে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠেছে। এমনকি ওই যাত্রীকে চড় মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই যাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে কাস্টমসের ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, মালয়েশিয়া থেকে আসা প্রবাসী ইমতিয়াজ মাহমুদের সাথে বিতন্ডায় জড়ান সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) সোহেল রানা। একপর্যায়ে প্রবাসীকে চড় মেরে বসেন সোহেল রানা। শুক্রবার রাতে ঢাকা শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানাজানি হলে রোববার (৭ আগস্ট) সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করে ঢাকা কাস্টম হাউস।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মালোয়েশিয়া থেকে মালিন্দো এয়ারের ফ্লাইটে ঢাকায় আসেন ইমতিয়াজ মাহমুদ। কাস্টম জোনে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করে এআরও সোহেল রানা। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সোহেল রানা যাত্রী ইমতিয়াজের গালে চড় দেন।
ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবির বলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।