নিয়মিত চুরি-ডাকাতি ছিল তার কাছে নেশার মতো। এসবের মধ্যেই জড়িয়ে পড়েন খুনখারাবিতে। হত্যার অভিযোগে তার বিরুদ্ধে হয় মামলা, জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়ান এক রাজ্য থেকে আরেক রাজ্যে। শুধু তাই নয়, কখনো গানের দল তৈরি করে কখনো বা সিনেমায় অভিনয়ও করেন তিনি। তাও ১টি বা ২ টি নয়, ২৮টি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় তার, এমনকি পুলিশের চরিত্রে অভিনয় করে গ্রেপ্তার করেছেন আসামিকে। তবে শেষ পর্যন্ত, নিজের গ্রেপ্তার ঠেকাতে পারলেন না তিনি।
নাম তার ওম প্রকাশ, থাকতেন ভারতের হরিয়ানা রাজ্যে। ভারতের হরিয়ানা রাজ্য পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড অপরাধী’র তালিকায় নাম রয়েছে ওম প্রকাশ ওরফে পাশার। একসময় ছিলেন সেনাসদস্য। তবে কর্র্তৃপক্ষকে না জানিয়ে চার বছর নিরুদ্দেশ থাকায় চলে যায় সেনাবাহিনীর ট্রাকচালকের চাকরিটি। ওম প্রকাশ এর মধ্যেই জড়িয়ে পড়েন হত্যা ও ডাকাতির মামলায়। সেই মামলায় ১৯৯২ সালে তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তার এড়াতে তিনি চলে যান উত্তর প্রদেশে।
সেখানে গজিয়াবাদ জেলায় এক নারীকে বিয়ে করে পাতেন নতুন সংসার। এরপর শুরু করেন নতুন জীবন। তিন সন্তানের জন্ম হয় এ পরিবারে। স্থানীয় স্বল্প বাজেটের সিনেমায় অভিনয় শুরু করেন। ফেরারি অবস্থায়ই গত ৩০ বছরের ট্রাক চালানোর পাশাপাশি বিভিন্ন গ্রামে ঘুরে চালাতেন একটি গানের দল। আর এর মধ্যে ২৮টি সিনেমায় অভিনয় করেছেনও ওম প্রকাশ। গজিয়াবাদ শহরের বস্তি থেকেই গ্রেপ্তার করা হয় ওম প্রকাশকে।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের গজিয়াবাদ শহরের বস্তি থেকে ওম প্রকাশকে গ্রেপ্তার করা হয়। তিনি পাশা নামেও পরিচিত। ডাকাতি ও হত্যা মামলার এ আসামিকে বহু বছর ধরে খুঁজছিল পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তারের আগপর্যন্ত ওম প্রকাশ বিভিন্ন ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, কখনো ট্রাক চালাতেন, গ্রামে ঘুরে ঘুরে ধর্মীয় অনুষ্ঠানে ভক্তিমূলক গান গাইতেন। এমনকি স্বল্প বাজেটের স্থানীয় ২৮ সিনেমায় তিনি অভিনয় করেছেন। এর মধ্যে পুলিশের পোশাকেও তাকে পর্দায় হাজির হতে দেখা গেছে।
ওম প্রকাশের বিরুদ্ধে চুরি-ডাকাতির অভিযোগ অনেক পুরনো। ১৯৮৬ সালে একটি গাড়ি, তার চার বছর পর স্কুটারসহ আরও কিছু চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ১৯৯২ সালের জানুয়ারিতে বাইকে থাকা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তিনি ও তার সহযোগীরা বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ওই সময় তার সহযোগী গ্রেপ্তার হলেও পালিয়ে নিরুদ্দেশ হন ওম।