চট্টগ্রাম নগরের আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩ আগস্ট) দুপুরে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জন একই পরিবারের। বাকি দুইজন দুই গাড়ির চালক বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
তাৎক্ষণিক তথ্যে জানা গেছে, ৫ জনের মধ্যে একজন মা ও শিশু হাসপাতালের ডাক্তার তানজিল। অন্যদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানা পুলিশের একটি দল পৌঁছেছে।