জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুতেই চমক দেখাচ্ছে মোসাদ্দেক হোসনের ঘূর্ণি। প্রথম ৭ ওভারে ৩২ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। মোসাদ্দেকের ঘূর্ণিতে যেন দিশেহারা টিম জিম্বাবুয়ে।
ম্যাচের প্রথম বলেই ওপেনার চাকাব্বাকে উইকেট কিপার নুরুলের ক্যাচে পরিণত করেন মোসাদ্দেক। সেই শুরু। কোনো রান না করেই ফিরতে হয় চাকাব্বাকে। ওভারের শেষ বলে আবার আঘাত। এবার মাদভেরে। মোসাদ্দেককে উড়িয়ে মারতে গিয়ে মেহেদি হাসানের হাতে বল তুলে দেন মাদভেরে। একটি মাত্র বাউন্ডারি হাঁকিয়ে প্যাভিলিয়নে ফিরে যান এ ব্যাটসম্যান।
তৃতীয় ওভারের তৃতীয় বলে আবার আঘাত মোসাদ্দেকের। এবারের শিকার জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রিগ এরভিন। মাত্র ১ রান করা এরভেনের ক্যাচ লুফে নেন লিটন দাস। পঞ্চম ওভারের চতুর্থ বলে ফের আঘাত হানেন মোসাদ্দেক। এবার আর কারও সাহায্য নয়, শেন উইলয়ামসকে নিজের বলে নিজেই ক্যাচ লুফে নেন তিনি।
নিজের চতুর্থ ওভারের পঞ্চম বলে আবারও ঘূর্ণি মোসাদ্দেকের। এবার পরাস্ত শোম্বা। ৮ বল খেলে মাত্র ৩ রান করে ফিরে যান এ ব্যাটসম্যান। শোম্বার তুলে ধেয়া ক্যাচ দৌড়ে এসে লুফে নেন হাসান মাহমুদ।