রোটারী ডিস্ট্রিক্ট এর কোভিড ১৯ ফ্রন্টলাইনার সম্মাননা পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

গত ২৭ জুলাই নগরীর রেডিসন হোটেলের বলরুমে রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ কনফারেন্সের শেষ দিনে ২০২০ সালে কোবিড ১৯ মহামারীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা, বিদ্যুৎ বড়ুয়াকে।

রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সকল ক্লাব প্রতিনিধির উপস্থিতিতে রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ এই সম্মাননা প্রদান করেন।

উল্লেখ দুইদিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাসান মাহমুদ এম পি।

উল্লেখ , ২০২০ সালে করোনাকালে বেসরকারি উদ্যোগে গড়ে উঠা দেশের প্রথম ফিল্ড হাসপাতাল “চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ” ২১ এপ্রিল ২০২০ করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান শুরু করে। চট্টগ্রাম শহরে নাভানা গ্রুপের পরিত্যক্ত গ্যারেজকে ১৪ দিনের মধ্যে সাজিয়ে গুছিয়ে কোভিড রোগীদের চিকিৎসার জন্য তৈরি করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া।

সোশ্যাল মিডিয়ায়কে সম্বল করে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ১৬০০০ বর্গফুটের হাসপাতাল মানবিক ভলান্টিয়ারদের সহযোগিতায় ১৪০ দিন রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করে। বাংলাদেশ সহ সারাবিশ্বে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের মানবিক কাজের কথা সমাদৃত।

১৪০ দিন টানা চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের রোগীদের সাথে ডা বিদ্যুৎ বড়ুয়া ও তার ভলান্টিয়ার আবাসিক ভাবে অবস্থান করে নজির সৃষ্টি করেন। প্রায় ১৬০০ এর অধিক রোগীদের সেবা প্রদান করেন। অনেকে ডা. বিদ্যুৎ বড়ুয়াকে করোনা কালে প্রথম সাহস হিসাবে উল্লেখ করেন।

করোনাকালে ডা. বিদ্যুৎ বড়ুয়া অবদানের জন্য ইতিমধ্যে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে “চিকিৎসক রত্ন” , ওয়াল্টন গ্রুপের “হেলথ হিরো” ধ্রুবতারা ফাউন্ডেশনের “আইডিয়েল ডক্টর অ্যাওয়ার্ড” ছাড়াও বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা গ্রহণ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বি বিএস পাশ করে সুইডেনের বিখ্যাত কারোলিন্সকা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম ডি ও এম পিএইচ ডিগ্রি অর্জন করেন বিদ্যুৎ বড়ুয়া। তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) এবং অক্সফাম বাংলাদেশের কোভিড-১৯ কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।

এছাড়া তিনি চট্টগ্রামের বাসায় করোনা রোগীদের সেবার জন্য ‘হোম হাসপাতাল’ নামে পরিপূর্ণ হাসপাতাল সার্ভিসের উদ্যোক্তা ও নির্বাহী।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.