নানা আয়োজনে উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রধান প্রচারক, ভারত-বাংলা উপমহাদেশের মহান পুণ্যপুরুষ, প্রখ্যাত সংঘ মনীষা,বৌদ্ধ ধর্ম পুনঃজাগরণের অগ্রদূত, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা ও জগজ্জ্যাতি পত্রিকার প্রতিষ্ঠাতা কর্মযোগী ভদন্ত কৃপাশরণ মহাস্থবির-এর ১৫৭ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। আজ শনিবার চট্টগ্রামের ‘ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার’ ও ‘কথাসুন্দর’ -এর মূল কার্যালয়ে ধর্ম প্রচারক কৃপাশরণের অবদান স্মরণ করা হয়।
মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি কোলকাতা হতে যুক্ত হন জগজ্জ্যাতি এর সম্পাদক, কোলকাতা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সভাপতি হেমেন্দু বিকাশ চৌধুরী।
মহান পুণ্যপুরুষ কৃপাশরণ মহাস্থবিরের জীবন বৃত্তান্তের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক প্রফেসর ড.কুন্তল বড়ুয়া। স্যার আশুতোষ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দীপক তালুকদার এই মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান সঞালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার প্রীতিশ রঞ্জন বড়ুয়া। অনুষ্ঠানে কৃপাশরণ মহাস্থবিরের স্মৃতিচারণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমলেন্দু বিকাশ বড়ুয়া, বিশিষ্ট নাট্যজন, শিক্ষাবিদ অধ্যাপক সনজীব বড়ুয়া।
ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের সম্মানিত পরিচালক,বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী প্রমা অবন্তী। পিঙ্গলা গ্রামের কৃতি সন্তান কুনাল চৌধুরী।
ডা.যোগেশ চন্দ্র বড়ুয়ার নাতি,ডা.মিলন চৌধুরীর দ্বিতীয় পুত্র সৌমেন বড়ুয়া। সমাজব্যক্তিত্ব সন্তোষ বড়ুয়ার পুত্র প্রবীর বড়ুয়া। আঁধারমানিক গ্রামের সমাজসেবক সুশীল বড়ুয়া, বিন্দু বড়ুয়া ও সুব্রত চৌধুরী।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর সহ-সভাপতি তরুণ সংগঠক সুভাশিষ সিন্টু প্রমুখ।
অনুষ্ঠান সম্প্রচারে সহযোগী হিসেবে ছিলেন অভ্র বড়ুয়া,সহকারী চিত্র গ্রাহক ছিলেন নিশান বড়ুয়া।
সম্প্রচার সহযোগী-ধর্মচক্র।