চলতি বছরের শেষে আসছে আইফোন ১৩

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

চলতি বছরের শেষে বাজারে চমক নিয়ে আসছে আইফোন ১৩। প্রতিবছরই টেক জায়ান্ট অ্যাপলের আইফোনের নতুন ভার্সনের অপেক্ষায় থাকেন অ্যাপলপ্রেমীরা। বেশ কয়েকটি আপডেটসহ নতুন আইফোনটি বাজারে আসছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

২০২২ সালের প্রথমার্ধে বাজারে ফাইভজি আইফোন এসই আনতে পারে অ্যাপল। যার মাধ্যমে বাজারে আইফোন ১৪ আনার প্রস্তুতি নেবে এ টেক জায়ান্ট। এ ফোনে আন্ডার ডিসপ্লে টাচ আইডি দেওয়া হবে এবং দামও তুলনামূলক কম হবে।

গুঞ্জন উঠেছে, নতুন আইফোন ১৩ প্রোতে অ্যাপল স্টোরেজ করবে ১ টেরাবাইটের। থাকছে আপডেট ভার্সনের ক্যামেরা ও ব্যাটারি।

আইফোন এসইতে বর্তমান মডেলের সব ফিচারই যুক্ত করা হবে। অতিরিক্ত হিসেবে এ ফোনে ফাইভজি প্রযুক্তি এবং উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন এসই ফাইভজি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভজি প্রযুক্তি সংবলিত স্মার্টফোন হবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালের দ্বিতীয়ার্ধে অ্যাপল দুটি দামি ও দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে। দুটি ক্যাটাগরির প্রাথমিক মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ম্যাক্স ক্যাটাগরির ফোনগুলোতে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।অ্যাপল তাদের ম্যাক্স সিরিজের কোনো একটি আইফোনের দাম কমিয়ে ৯০০ ডলারের মধ্যে নিয়ে আসতে পারে।

এদিকে হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অ্যাপলের মার্কেট শেয়ারও বাড়বে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.