সবাইকে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বৃহস্পতিবার থেকে প্রতিটি কর্মক্ষেত্রে মাস্ক পরতে হবে। এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। এমনকি কারাদণ্ডও হতে পারে।
বুধবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জনস (বিপিসিএস) প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।
দেশে সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে সরকার বিধিনিষেধ জারি করেছে। যা ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। মাস্ক পরা বাধ্যতামূলকসহ গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে বিধিনিষেধে।
এছাড়া হোটেল-রেস্তোরাঁয় খেতে গেলেও সঙ্গে থাকতে হবে করোনার ভ্যাকসিন নেয়ার সার্টিফিকেট। পাশাপাশি শপিংমলে মাস্ক ছাড়া প্রবেশের ক্ষেত্রেও কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে।