বিনোদন ডেস্ক :
মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। অনাগত সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ।
মা হওয়ার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পরীমনি নিজেই। সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি বলেন, ‘মা হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ডাক্তার যখন কনফার্ম করল, তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আমি। আমার ডানা গজিয়েছে। আমি উড়ছি।’
পরীমনির হাসপাতাল থেকে বের হওয়ার একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শরীফুল রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরীমনি।’ ক্যাপশনের শেষে ফূর্তি ও ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন এ অভিনেতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে পোস্টটি।
অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম করছেন পরীমনি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল শোবিজে। যদিও প্রেমের বিষয়টি এড়িয়ে যাননি পরীমনি। সংবাদমাধ্যমে স্বীকারে করেছেন। শরীফুল রাজের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘প্রথম বা শেষ বলে কিছু নেই। দুজন একসঙ্গে কাজ করেছি এবং ভালো কাজ করেছি। বলতে পারেন পর্দায় দুজনের রসায়ন জমে গেছে। এটাই বড় কথা।’
এ অভিনেতার সঙ্গে প্রেমের বিষয়ে দেশীয় সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, ‘শিল্পীর বাইরে আমি একজন প্রেমিকাও। আমি প্রকৃতির প্রেমে পড়ি, লেখার প্রেমে পড়ি, কাজের প্রেমে পড়ি, সিনেমার প্রেমে পড়ি। আমি তো প্রেম ছাড়া বাঁচতেই পারি না। প্রেম আমার অক্সিজেন। তবে বাস্তবে রাজের সঙ্গে রসায়ন জমে ওঠার ব্যাপারে নো কমেন্টস। এতটুকুই বলি, ‘গুনিন’-এ আমি রাবেয়া, রাজ হলো রমিজ।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পরীমনি-রাজ। কাজের সুবাদেই তাদের পরিচয়। কিন্ত এ জুটি কবে বিয়ে করেছেন? সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।