দেশে করোনায় একদিনে রেকর্ড মৃত্যু: ১০৮ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৯৭৬ জন। যা গত দুই মাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

গত ১৮ এপ্রিল ১০২ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু ঘটলে যা ছিল এ যাবতকালে সর্বোচ্চ সংখ্যা। আজকে করোনায় মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় রেকর্ড অর্জন করল।

শুক্রবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৬৪ লাখ ৬৩ হাজার ১১৯টি।

বৃহস্পতিবার (২৪ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৮১ জনের এবং একই সময়ে শনাক্ত হয়েছিল ৬ হাজার ৫৮ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপরই বাড়তে থাকে কারোনায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.