কাজী জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি: “রক্তদানে নেই ভয়, সূচের ব্যাথা বেশি নয়। নলুয়া ইউনিয়ন ব্লাড ব্যাংক পাশে আছে সবসময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া থানার নলুয়া ইউনিয়ন ব্লাড ব্যাংক পরিবারের উদ্যোগে ৪র্থ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী মরিচ্চা পাড়ায় সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন ব্লাড ব্যাক পরিবারের সভাপতি আবু রিয়াদ, রিদুয়ানুল হক রিয়াদ, সাদেক হোসেন, এনাম ও সাঈদ আনোয়ার রিফাত, আব্দুর রহিম ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নলুয়া ইউনিয়ন ব্লাড ব্যাক পরিবার বিভিন্ন সময় ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। মুমূর্ষ রোগিদের রক্তে প্রয়োজনে অনেক সময় তাদের জীবন হুমকির সম্মুক্ষিন হয়।
নলুয়া ইউনিয়ন ব্লাড ব্যাংক পরিবার সেই সব অসহায় মানুষদের পাশে এগিয়ে আশে বিনামূল্যে রক্ত দানে। আগ্রহী সংগঠনের একঝাক তরুনের সহায়তায়। তাদের এই কার্যক্রম বর্তমান তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করছে, ভালো কাজে নিজেদের সম্পৃক্ত রাখতে। প্রত্যেক যুব সমাজের সামাজিক দায়বদ্ধতা ও একে অন্যের প্রতি বিপদে এগিয়ে আশাটা জরুরী।
২৪ শে জুন নলুয়া ইউনিয়ন ব্লাড ব্যাংক পরিবার সংগঠনটির পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী কার্যক্রম পরিচালিত হয়েছে।