বিএনপি-জামায়াত ২৬ হাজার আ.লীগ নেতাকর্মীকে হত্যা করেছে: হানিফ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি বেঁচে আছেন। তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে, আমাদের প্রাণের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদেরকে আমরা প্রতিহত করব।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, তৃণমূল আ.লীগের নেতাকর্মীরাই আমাদের প্রাণ। এ দেশে বিএনপি-জামায়াত চক্রের সকল ষড়যন্ত্র তৃণমূল নেতাকর্মীরাই প্রতিহত করবে।বিএনপি-জামায়াত সরকারের আমলে আ.লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

মাহবুব উল আলম আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ দেশে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্ব বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে।

কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবীদ আলী ভুইয়া, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.