কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কৌশলে ইয়াবা খেয়ে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় উখিয়ায় ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা বগুড়ার সুজন প্রামাণিক নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২২জুন দুপুরের দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ১৪এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী টিভি টাওয়ার চেকপোষ্ট তল্লাশীকালে ইয়াবা পাচারকারী সন্দেহভাজন বগুড়া জেলার ধুপচাচিয়া থানার চেংগা এলাকার মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র সুজন প্রামাণিক (২৯) কে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।
সে ইয়াবা পাচারের কথা অস্বীকার করায় তাকে উখিয়া হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর ডাক্তারের পরামর্শে ঔষুধ প্রয়োগ করা হয়ে পায়ুপথ হতে ৫০পিস করে ৬০টি ইয়াবার পুটলা মোট ৩০০হাজার পিস ইয়াবা বের করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে কক্সবাজার ১৪ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান, ইয়াবাসহ পেটের ভেতরে করে পাচারকারীকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট আইনের মামলায় ইয়াবাসহ ধৃতকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।