ঈদগাঁওতে হঠাৎ বেড়েছে কাঁচামরিচের দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: হঠাৎ করেই ঈদগাঁওতে বেড়েছে কাঁচা মরিচের দাম। বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।

জানা যায়, দুই দিনের ব্যবধানে ৪০ টাকার মরিচ বাজারে বিক্রি হচ্ছে ৮০/১০০ টাকা। বিক্রেতারা বলেন, বৃষ্টির কারণে চট্রগ্রামে মরিচের দাম বৃদ্বি পাওয়ায়, সে অনুপাতে খুচরা ব্যবসায়ীরাও বিক্রি করছেন। করার কিছু নেই বলে জানায় তারা।

আজ ২১শে জুন বিকেলে কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে কাঁচামাল বিক্রেতারা অতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রি করার দৃশ্যপট চোখে পড়ে।

ক্রেতা ইসলামাবাদ গজালিয়ার নুরুল আলমের সাথে কথা হলে তিনি জানান, বৃষ্টির কারণে কাঁচা মালের সরবরাহ কমে গেছে। তাই দামও বাড়তি। বাজারে ভেন্ডি, কাঁকরোল, দেশী আলু, তিতকরলা বরবটি, ঝিঙ্গা, কচুরচড়া ও কচুর লতির দাম বৃদ্বি পেয়েছে। শেষ পর্যায়ে বাড়ল কাঁচা মরিচের দাম ও।

ক্রেতা রানা, শামসু, সিরাজ জানান, একদিকে বর্ষা কাল, অন্যদিকে সাধারন মানুষের আয় রোজগার তেমন নেই। তার উপর কাঁচামালামাল নিয়ে চড়া দামে হিমশিম খাচ্ছে গ্রামীন জনপদের মানুষরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.