রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী ‘রাজস্হলী প্রেসক্লাব’র নব নির্মিত নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত ওই প্রেসক্লাব কার্যালয়টির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছাদেক।
এইসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, প্রাণীসম্পদ কর্মকর্তা, তোজিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাবেদুল ইসলাম, সাংবাদিক চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, সাধারন সম্পাদক চাইথোয়াইমং মারমা, আইয়ুব চোধুরী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক, জিও এন জি ও গন সহ প্রমুখ।
এইসময় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বক্তব্যে বলেন, সংবাদ মাধ্যম সমাজের আয়না। সাংবাদিকরা সংবাদের মাধ্যমে যদি সঠিক সংবাদ পরিবেশন করে তা হলে সমাজ এগিয়ে যাবে। আর নেতিবাচক সংবাদে সমাজ পিছিয়ে পড়ে। সাংবাদিকরা নেতিবাচক সংবাদ পরিবেশন করে নি বলে অাজ সাংবাদিকদের অবস্থান ধরে রাখতে পেরেছে। ফলে সমাজে রাষ্ট্রে সাংবাদিকরা নিজ নিজ পরিচয়ে মুল্যায়ন হচ্ছে। অাপনাদের সকলে সার্বিক সহযোগিতা উপজেলা পরিষদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।