চকরিয়ায় ৩০০ পরিবারকে দেওয়া হলো- নামজারি খতিয়ান ও গৃহের চাবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় চকরিয়ায় আরও ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হয়েছে উপহার জমিসহ নতুন বাড়ি।

আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বাড়ি হস্তান্তরের সময় চকরিয়ার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। আজ থেকে তারা মুজিব জন্মশতবর্ষের উপহারের নতুন বাড়িতে মাথা গোঁজার ঠাই পেলো।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ইতোমধ্যে দ্বিতীয়দফায় ৩০০ উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবার যাচাই-বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত করা হয়েছে। উপকারভোগী এসব পরিবারের নামে ইতোমধ্যে কবুলিয়ত দলিল এবং খতিয়ানও সৃজন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী একযোগে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তাদেরকে নতুন বাড়িতে তুলে দেওয়াসহ কবুলিয়ত দলিল এবং খতিয়ান হস্তান্তর করা হয়। এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় সকাল ৯টায় বাড়িসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করার চুড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউনিয়নের ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব শতবর্ষের উপহার হিসেবে নতুন এই বাড়ি দেওয়া হয়েছে। এর আগে প্রথমদফায় তিন ইউনিয়ন খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালীর ৮০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে দেওয়া হয় উপহার হিসেবে নতুন বাড়ি। তৃতীয়দফায় গৃহহীন ও ভূমিহীন আরও ৫০ পরিবার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের আরও ২০ পরিবারকে পুনর্বাসন করা হবে জায়গাসহ নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে। এজন্য সকল ধরণের দাপ্তরিক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব জন্মশতবর্ষের উপহার হিসেবে দ্বিতীয় দফায় উপজেলার ১৫টি ইউনিয়নের ৩০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে এসব বাড়ি হস্তান্তর করেন।এজন্য আমাদের
সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ আরও বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রথমদফায় তিন ইউনিয়নের ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে জায়গাসহ নতুন বাড়ি উপহার দেওয়ার মাধ্যমে। তৃতীয়দফায় আরও ৫০ পরিবার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের আরও ২০ পরিবারসহ সর্বমোট ৪০০ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.