মিরসরাইয়ে সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার সেপ্টেম্বর মাসের সাধারণ সভা ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে সাধারণ সভায় উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও পরে আইন-শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, নাসির উদ্দিন হারুন, মকসুদ আহমদ চৌধুরী, মফিজ মাষ্টার, নুরুল মোস্তফা, রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, আবু সুফিয়ান বিল্পব, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন মাস্টার, কবির নিজামী, ফজলুল কবির ফিরোজ, কামরুল হায়দার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন, মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) মো. অলি উল্যা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠা নুরানী মাদরাসা তালিকা প্রস্তুত, বিভিন্ন ইউনিয়নে যে সকল রাস্তা কাঁচা রয়েছে বা সংস্কার করা প্রয়োজন ওই রাস্তার নাম দিয়ে আইডি খোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্সদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, হাসপাতালে জরুরী বিভাগে সেবা নিতে আসা রোগীদের হয়রানী বন্ধ করা, যেসব জায়গায় আর্সেনিকের সমস্যা বেশী বা পানি সংকট দেখা দিয়েছে ওখানে গভীর নলকূপ স্থাপন, জেলেদের মাঝে ভিজিএফের চাউল সুষম ভাবে বন্টন করা, আবুতোরাব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিকায়নের মাধ্যমে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করার প্রস্তাব অনুমোদন, বিভিন্ন ইউনিয়নের সরকারি খাল দখল করে গড়ে উঠা দোকান ঘর সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিনাধীন নতুন ভবনের কাজ দ্রুত সমাপ্ত করা, আসন্ন দূর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলায় আইনশৃংখলা শান্ত রাখার লক্ষে পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীকে সজাগ থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ভৌগলিকভাবে মিরসরাই উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিরসরাইয়ে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ও সুপরিকল্পিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। শিল্পনগরকে কেন্দ্র করে মিরসরাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বরাদ্ধ শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘গ্রাম হবে শহর’ এর আলোকে মিরসরাই উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.