চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইত্তেহাদুল ওলামা আল কাওমিয়ার কার্যনিবাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ জুন) বাদে জুমা স্বনির্ভর রাঙ্গুনিয়াস্থ আল-কুরআন এডুকেশন একাডেমির হল রুমে সংগঠনের সভাপতি মাওলানা মুফতি অলিউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা আজিজুল হক।
এ সময়ে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মাওলানা আজগর হোসেন, কারী আবদুল কাদের, মাওলানা ইউনুস, নীতিনিধারক মাওলানা ওসমান, মাওলানা এনামুল হক, হাফেজ ইলিয়াস, কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি হাজী ইসমাইল, মাওলানা আবুল কালাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা হানিফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল,দপ্তর সম্পাদক মুফতি আইয়ুব,অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইলিয়াস মাহী,প্রচার সম্পাদক মাওলানা ইকবাল, সদস্য সচিব হাফেজ আহমদ ছফা, মাওলানা ইয়াছিন চৌধুরী,কাজী ইসমাইলসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।